১৬ জানুয়ারি, ২০১৭ ১৮:৪১

টিএসসিতে গানকবির 'বাংলা গানের উৎসব'

অনলাইন ডেস্ক

টিএসসিতে গানকবির 'বাংলা গানের উৎসব'

'গানকবি' ব্যান্ডের প্রথম বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘বাংলা গানের উৎসব’। আগামী ১৭ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৫.৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি সুইমিং পুলের উন্মুক্ত প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এ উৎসব। বাংলা গানকে কন্ঠে ধারণ করার চেষ্টা নিয়ে গানকবির যাত্রা শুরু ২০১৬ সালের ১৭ জানুয়ারি। পাঁচজন তরুণ শিল্পীর স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠা পাওয়া এই ব্যান্ড প্রায় অর্ধশত মঞ্চ ও রেডিও-টেলিভিশন প্রোগ্রামে অংশ নিয়েছেন। এই গানের দলের পাঁচজন সদস্য হলেন, সাহস মোস্তাফিজ, সুদীপ্ত, আকাশ গায়েন, তারেক এবং আবির।

বাংলা সংস্কৃতিকে দূরে ঠেলে দিয়ে যারা ভিনদেশী গান নিয়ে মেতে থাকছেন, তাদের বিরুদ্ধে গানকবির অভিনব এ লড়াই। দেশি ও বিদেশি বিভিন্ন আকর্ষণীয় এবং ব্যতিক্রমী ইন্সট্রুমেন্টের ব্যবহার গানকবিকে দিয়েছে নিজস্ব পরিচয়। এ উৎসবে গানকবি তাদের কয়েকটি মৌলিক গানসহ প্রায় ২০টি গান পরিবেশন করবেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর