১৭ জানুয়ারি, ২০১৭ ১৪:৩৫

'মুক্ত আকাশে ডানা মেলতেই পালকী ছাড়ার সিদ্ধান্ত'

শামছুল হক রাসেল

'মুক্ত আকাশে ডানা মেলতেই পালকী ছাড়ার সিদ্ধান্ত'

ক্যারিয়ারের একটা পর্যায়ে এসে সবাই চায় নিজের অভিনয়সত্তাকে পুরোপুরি বিকশিত করতে। ইচ্ছে করে নিজেকে 'ট্যাগ' করতে বিভিন্ন মিডিয়া বা চ্যানেলে। কিন্তু এখানে কাজ চালিয়ে যেতে হলে শুধু এখানকার নাটকেই অভিনয় করতে হতো। অন্য কোনও চ্যানেলে বা নাটকে কাজ করতে পারছিলাম না। সেই ভাবনা থেকেই এ সিদ্ধান্ত। বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দীপ্ত টিভিতে প্রচারিত 'পালকী' নাটক থেকে সরে যাওয়া প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে এভাবেই বললেন স্নিগ্ধা। সম্প্রতি এই নাটকের নাম ভূমিকা থেকে সরে গিয়েছেন তিনি। দীর্ঘ এ ধারাবাহিকে আর দেখা যাবে এ লাস্যময়ীকে। 

স্নিগ্ধা বলেন, 'আমি চাই ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয় আরও জয় করে নিতে। এরইমধ্যে বেশ ক’জন নির্মাতার সাথে কথা হয়েছে বেশ কিছু নাটকে অভিনয়ের ব্যাপারে। কিছু চ্যানেলে উপস্থাপনা নিয়েও কথা হচ্ছে। বাকিটা না হয় সময় হলেই জানতে পারবেন।'

যে নাটক আপনাকে একটা পরিচিতি এনে দিল যেখান থেকে হঠাৎ ইউটার্ন নেয়া কেমন জানি বেমানান লাগছে। এর নেপথ্যে... শেষ না হতেই মুখের কথা কেড়ে নিয়ে স্নিগ্ধা বলেন, 'বুঝতে পেরেছি, কী বুঝাতে চাচ্ছেন। আসলে নেপথ্যে কোনো কাহিনী নেই। সবকিছুই সাদাসিধা। বেশ কিছুদিন আগে চ্যানেল কর্তৃপক্ষকে জানিয়েছিলাম এই সিদ্ধান্ত। দুই পক্ষের সম্মতিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন মুক্ত আকাশে ডানা মেলতে চাই। পরিধি বাড়াতে চাই মিডিয়ার এই ক্যারিয়ারের।'

অন্যদিকে 'পালকী' নাটকের পরিচালক মোস্তফা মননও জানালেন একই কথা। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, 'স্নিগ্ধা এ চরিত্র থেকে নিজেকে গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত আগেই জানিয়েছিল। আমরাও সেইভাবে নাটকের চিত্রনাট্য সাজিয়েছি। মূলত ক্যারিয়ার বিকশিত করতেই স্নিগ্ধা এ সিদ্ধান্ত নিয়েছে।' 
 
স্নিগ্ধা ছোটবেলায় স্বপ্ন দেখতেন বড় হয়ে অভিনেত্রী হবেন। সে ধারাবাহিকতায় যোগ দেন 'পালকী' সিরিয়ালে। এ  নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তিনি। মিডিয়াতে আসার পরপরই সবার নজর কাড়েন । কয়েক বছর আগেও ভাবেননি তার এই নাটক নিয়ে এতো আলোচনা হবে। তাইতো 'পালকী' নামের ভিড়ে আড়ালে চলে গেছে তার আসল নাম। মিডিয়াতে কাজ করার ইচ্ছেটা স্নিগ্ধার ছোটবেলা থেকেই। তখন থেকেই শেখার শুরু নাচের। ধীরে ধীরে নাচের সঙ্গে যোগ হয় অভিনয়ের ইচ্ছেটাও। আর সেই ইচ্ছে পূরণের অংশ হিসেবেই ফটোসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জয় করেন 'বেস্ট স্মাইল'-এর খেতাব। মিষ্টি হাসির এই অভিনেত্রীর মিডিয়াতে যাত্রা শুরু তখন থেকেই। এরপরের গল্প সবারই জানা। আজকের যে অবস্থান সেটির স্বপ্ন তিনি বুনেছিলেন ২০০৮ সালে 'লাক্স চ্যানেল আই সুপারস্টার' প্রতিযোগিতার মাধ্যমে। যদিও খুশি থাকতে হয় ১১তম পজিশন নিয়ে। কিন্তু সেই প্রতিযোগিতায় অংশ নিয়ে শিখেছিলেন অনেক কিছু যা তার পথচলায় কাজে লেগেছে। 

'পালকী' ছাড়ার পর এরইমধ্যে বেশ কয়েকজন নির্মাতার সাথে নাটকে অভিনয়ের ব্যাপারে কথা হয়েছে স্নিগ্ধার। কিছু চ্যানেলে উপস্থাপনা নিয়েও কথা হচ্ছে। তবে নতুন ইনিংস শুরু হলো মাসুদ সেজান পরিচালিত ‘পোস্টমর্টেম’ ধারাবাহিক নাটকটির মধ্য দিয়ে। এই নাটক দিয়ে গন্ডির বাধা পার হতে যাচ্ছেন স্নিগ্ধা। উল্লেখ্য, অভিনয়-উপস্থাপনার পাশাপাশি একজন নৃত্য শিল্পী হিসেবেও পরিচিতি রয়েছে স্নিগ্ধার। এখন থেকে নাচের অনুষ্ঠানেও নিয়মিতভাবে তিনি অংশগ্রহণ করবেন বলে জানালেন।

 

বিডি প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর