২১ জানুয়ারি, ২০১৭ ১৪:২৩

মুক্তধারার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

অনলাইন ডেস্ক

মুক্তধারার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র। শনিবার বিকেল পাঁচটায় রাজধানী শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে প্রতিষ্ঠা-উৎসবের আয়োজন করা হয়েছে। 

উৎসবে জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্লাহ্ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 

অনুষ্ঠানে আমন্ত্রিত আবৃত্তি করবেন রেজীনা ওয়ালী লীনা, ড. শাহাদাৎ হোসেন নিপু, ফয়জুল আলম পাপ্পু, ইকবাল খোরশেদ, মাসকুর-এ-সাত্তার কল্লোল, মাহিদুল ইসলাম, মীর মাশরুর জামান রনি, আহসান তমাল, নায়লা তারান্নুম চৌধুরী কাকলী, ঝর্ণা সরকার, তামান্না তিথি ও সুপ্রভা সেবতী, মুক্তধারার আবৃত্তিশিল্পী রফিকুল ইসলাম, তামান্না সারোয়ার নীপা, মাহমুদা সিদ্দিকা সুমি, নাসিমা খান বকুল, ইকবাল আহমেদ, লুনা সিকদার, মহিউদ্দিন শামীম, আব্দুল্লাহ আল ফারুক টিটো, সাজ্জাদ হোসেন ও হিমেল অনার্য। দলীয় আবৃত্তি পরিবেশন করবে সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র, স্রোত আবৃত্তি সংসদ ও ঢাকা স্বরকল্পন।

 

বিডি প্রতিদিন/২১ জানুয়ারি, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর