২৩ জানুয়ারি, ২০১৭ ১১:১৬

হলিউড প্রযোজনা শিখছে ওবামা কন্যা

অনলাইন ডেস্ক

হলিউড প্রযোজনা শিখছে ওবামা কন্যা

'পাল্প ফিকশন' খ্যাত হার্ভে ভিনস্টেইন মালিয়া ওবামাকে হলিউড প্রযোজনার বিষয়ে শেখাচ্ছেন। হার্ভাড ইউনিভার্সিটিতে প্রবেশের আগে ভিনস্টেইনের কাছে হলিউড প্রযোজনার দু'একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখবে মালিয়া। 

'শেকসপীয়ার ইন লাভ', 'পাল্প ফিকশন'-এর মতো সিনেমা নির্মাণ করে হলিউডে বেশ জনপ্রিয় হার্ভে ভিনস্টেইন। স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাণের জন্য মিরাম্যাক্স নামের প্রযোজনা প্রতিষ্ঠান তৈরি করে ভিনস্টেইন হলিউডে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন। তার এ প্রতিষ্ঠান থেকেই নির্মিত হয়েছে 'পাল্প ফিকশন', 'সেক্স, লাইস অ্যান্ড ভিডিওটেপ', 'দ্য ক্রাইং গেম অ্যান্ড ক্লার্কস' এর মতো জনপ্রিয় সব সিনেমা। 

আমেরিকার সদ্য সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বড় মেয়ে মালিয়া। এর আগে মালিয়া টিভি সিরিজ প্রযোজনার কাজ শিখেছিল। ১৮ বছর মালিয়া এরইমধ্যে সহকারী প্রযোজক হিসেবে কাজ করেছে হলিউডের প্রভাবশালী তারকা হ্যালি বেরি ও স্পিভেন স্পিলবার্গের মতো তারকাদের সঙ্গে। 


বিডি প্রতিদিন/২৩ জানুয়ারি, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর