২৪ জানুয়ারি, ২০১৭ ১২:৫৪

অবশেষে মুক্তি পাচ্ছে 'পরবাসিনী'

অনলাইন ডেস্ক

অবশেষে মুক্তি পাচ্ছে 'পরবাসিনী'

স্বপন আহমেদ পরিচালিত 'পরবাসিনী' ছবিটি নিয়ে শুরু থেকেই বিতর্ক-কাদা ছোঁড়াছুঁড়ি। বাংলাদেশের নিরব ও মেহজাবিনকে নিয়ে ছবির শ্যুটিং শুরু হলেও অপেশাদার আচরণ ও অদক্ষ অভিনয়ের অভিযোগ তুলে পরে তাদের বাদ দেয়া হয়। ছবিতে যোগ হন নতুন নতুন শিল্পী। যার বেশিরভাগই ভারতের।

২০১২ সালে 'পরবাসিনী' কাজ শুরু হয়। ২০১৫ সালের অক্টোবরে সেন্সর ছাড়পত্র পায় 'পরবাসিনী'। গত বছরের ৪ মার্চ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু পরে তা বাতিল করা হয়। সম্প্রতি নির্মাতা জানিয়েছেন, পরবাসিনী' বাংলাদেশ-ভারতে একযোগে মুক্তি পাচ্ছে ৫ মে। 

'পরবাসিনী' ছবিতে অভিনয় করছেন বাংলাদেশের অভিনয়শিল্পী ইমন, ভারতের ঋত মজুমদার, সব্যসাচী চক্রবর্তী, জুন মালিয়া, উর্বশী রাওতেলা। ছবিটির পরিবেশকের দায়িত্বে আছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।  

পরিচালক স্বপন আহমেদের দাবি, এটি একটি বিজ্ঞান কল্পকাহিনী নির্ভর ছবি। প্রায় তিন বছর সময় নিয়ে তিনি এ ছবিটি তৈরি করেছেন। 'পরবাসিনী' ছবির শুটিং হয়েছে বাংলাদেশ, ভারত, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, বেলজিয়ামসহ মোট নয়টি দেশে। 

বিডি প্রতিদিন/২৪ জানুয়ারি, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর