Bangladesh Pratidin

প্রকাশ : ২ ফেব্রুয়ারি, ২০১৭ ১০:৪২ অনলাইন ভার্সন
ইমোজি স্টিকারে সোনম
অনলাইন ডেস্ক
ইমোজি স্টিকারে সোনম

ই-দুনিয়ায় নতুন রূপে পদার্পন করলেন সোনম কাপুর। নতুন অ্যাপ ইমোজি স্টিকারে নিজেকে তুলে তুলে ধরলেন তিনি। যে স্টিকারে রয়েছে তারই বিভিন্ন মুডের সব ছবি। 

এই অ্যাপে সোনমের সকালের নাস্তা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রতিটি ধাপের ছবি রয়েছে, যা ভক্তদের কাছে নতুন এক চমক। 

তিনিই প্রথম বলিউডি তারকা যিনি নিজের একটি অ্যাপ লঞ্চ করলেন। এই অ্যাপের স্টিকারগুলো মূলত নীরজা থেকে তার বিভিন্ন ফটোশ্যুট, সাম্প্রতিক কাজ তুলে ধরে। নানান আবেগে ভরপুর সেইসব ইমোজি স্টিকারগুলো। 

সোনমের ভক্তরা খুব শিগগিরই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এই ছবিগুলোর ব্যবহার করতে পারবেন বলে জানা গেছে।

এর আগে কিম কারদাশিয়ান এই ধরনের একটি উদ্যোগ নিয়েছিলেন। আর সেই পথেই হাঁটলেন এবার সোনম কাপুর।

বিডি প্রতিদিন/২ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম

আপনার মন্তব্য

up-arrow