৪৩ বছর পেরিয়েও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন তার সৌন্দর্য্যকে সাবেক হতে দিচ্ছেন না। শেষ ছবি 'অ্যায় দিল হ্যায় মুশকিল'এ তার রূপে মোহিত হয়েছে বলিউডপ্রেমীরা। এবার জনপ্রিয় সাময়িকী 'ফেমিনা'র ফটোশ্যুটেও মাতিয়ে দিয়েছেন তিনি।
ওই সাময়িকীর জন্য তার করা ফটোশ্যুটের দুইটি ছবি প্রকাশ করা হয়েছে। একটিতে লাল ও অন্যটিতে কালো গাউন পরেছেন ঐশ্বরিয়া। স্মোকি মেকআপে ঐশ্বরিয়াকে যে দারুণ লাগছে তা নিন্দুকেরাও মেনে নিয়েছেন।
'ফেমিনা'র ফেব্রুয়ারির সংস্করণে দেখা যাবে ঐশ্বরিয়ার এই নতুন রূপ। এবারের সংস্করণটি উৎসর্গ করা হয়েছে ভারতের সবচেয়ে সুন্দরী নারী এবং বিশ্বের সেইসব প্রতিভাবান নারী যারা মেধা দিয়ে সুন্দরীদের হারিয়ে দিয়েছেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
বিডি প্রতিদিন/২ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা