Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২১ আগস্ট, ২০১৭

ঢাকা, সোমবার, ২১ আগস্ট, ২০১৭
প্রকাশ : ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ২২:১৫ অনলাইন ভার্সন
আপডেট :
'আমিরের সঙ্গে অভিনয়ের ইচ্ছে দীর্ঘদিনের'
অনলাইন ডেস্ক
'আমিরের সঙ্গে অভিনয়ের ইচ্ছে দীর্ঘদিনের'

অভিনয়ের গুণেই বলিউডে নিজস্ব একটা জায়গা করে নিয়েছেন বিদ্যা বালান। দীর্ঘদিন ধরেই একটা সুপ্ত ইচ্ছে ছিল এই নায়িকার।

সম্প্রতি প্রকাশ্যে বলে ফেললেন সে কথা। তিনি জানালেন, আমির খানের সঙ্গে অভিনয়ের ইচ্ছে তার দীর্ঘদিনের। কিন্তু এখন পর্যন্ত সুযোগ হয়ে ওঠেনি।

‘দঙ্গল’-এর সাকসেস পার্টিতে হাজির ছিলেন বিদ্যা। সেখানে নায়িকা বললেন, আমি আমিরের সঙ্গে কাজ করতে চাই। তার জন্য একটা ভাল স্ক্রিপ্ট দরকার। অনেকদিন ধরেই ভেবেছি এটা। কিন্তু কী ধরনের চরিত্র হবে, তা অবশ্য ভাবিনি। আর শুধু আমির নন, সব ভাল পরিচালক, লেখক এবং অভিনেতার সঙ্গেই কাজ করতে চাই। ‘দঙ্গল’ দেখে অভিভূত বিদ্যা। তার মতে, এই ছবির সব বিভাগই অসাধারণ।

বিডি প্রতিদিন/এ মজুমদার

আপনার মন্তব্য

up-arrow