Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৮

প্রকাশ : ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:৪৩ অনলাইন ভার্সন
অভিষেকের ওপর পরিবারের বোঝা!‌
অনলাইন ডেস্ক
অভিষেকের ওপর পরিবারের বোঝা!‌

জন্মদিনে নাতনিদের চিঠি লিখেছিলেন বলিউডের অন্যতম মহান অভিনেতা অমিতাভ বচ্চন। সারা দেশে ভাইরাল হয়ে গিয়েছিল তার সেই চিঠি। এবার ছেলে অভিষেকের পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন। 

বিগ বি নাতনিদের শুরুতেই যেটা বলে সতর্ক করেছিলেন, ছেলেকেও কার্যত সেটাই শুনিয়ে দিলেন। এই অভিনেতা জানালেন, "জন্ম থেকেই বচ্চন পদবীর বোঝা বইতে হচ্ছে অভিষেককে। ও যাই করুক, নানা প্রশ্ন উঠবে। অহেতুক তুলনা চলে আসবে। আমার নিজের ক্ষেত্রেও কিছুটা এমনই হয়েছিল। আর অভিষেক তো জন্ম থেকেই সেলিব্রিটি। যখন কোনও কিছুর মানে বুঝতে শেখেনি, তখন থেকেই সেলিব্রিটি। সেই বোঝা ওকে বয়ে বেড়াতে হচ্ছে।" 

অমিতাভ আরও বলেন, "বচ্চন পরিবারের ছেলে হওয়ায় ছোট থেকেই আমাকে অনেক ন্যয়নীতির মধ্যে বেড়ে উঠতে হয়েছে। অভিষেককেও সেই পথটাই পেরিয়ে আসতে হয়েছে।" 


বিডি-প্রতিদিন/ ৭ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৩

আপনার মন্তব্য

up-arrow