Bangladesh Pratidin

প্রকাশ : ৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:৩১ অনলাইন ভার্সন
আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০১৭ ১৩:৪৬
সালমানকে ‘আংকেল’ ডেকে বিপাকে বরুন!
অনলাইন ডেস্ক
সালমানকে ‘আংকেল’ ডেকে বিপাকে বরুন!
সংগৃহীত ছবি

 

 


বলিউড অভিনেতা সালমান খান আজ থেকে প্রায় ২০ বছর আগে ‘জুড়ুয়া’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। সেই সময় ‘জুড়ুয়া’ ছবিটি বেশ সফল হয়েছিল। এবারে এই ছবির সিক্যুয়াল ‘জুড়ুয়া-টু’ তে আর সালমান খান নেই। তার জায়গায় অভিনয় করছেন ডেভিড ধাওয়ান পুত্র বরুন ধাওয়ান। কিন্তু সম্প্রতি জানা গেল ‘জুড়ুয়া’ ছবির শুটিং সেটে সালমান খানকে ‘আংকেল’ ডেকে বেশ বিপাকে পড়েছিলেন বরুন ধাওয়ান

সম্প্রতি ‘জুড়ুয়া-টু’ ছবির প্রথম পোস্টার প্রকাশ পেয়েছে। সে উপলক্ষে হিন্দুস্তান টাইমস’কে দেওয়া এক সাক্ষাতকারে বরুন বলেন, “প্রথম যখন ‘জুড়ুয়া’ ছবির সেটে সালমানকে দেখি তখন আমার বয়স ছিল সাত বছর! আমি তখন তাকে ‘আংকেল’ বলে ডেকেছিলাম। এরপর তিনি রেগে গিয়ে আমাকে থাপ্পড় মারতে চেয়েছিলেন!”

বরুন আরও বলেন, “আঙ্কল ডাকলে রাগ করতেন সালমান। তিনি আমাকে বলেছিলেন, তুমি ডেভিড ধাওয়ানের ছেলেই হও বা আর যে-ই হও, শুটিং সেটে আমাকে আঙ্কল ডাকা চলবে না।”

আপনার মন্তব্য

up-arrow