Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ০৫:১৩ অনলাইন ভার্সন
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ০৫:১৬
নিজের নাক নিয়ে যা বললেন প্রিয়াঙ্কা!
অনলাইন ডেস্ক
নিজের নাক নিয়ে যা বললেন প্রিয়াঙ্কা!

প্রিয়াঙ্কা চোপড়া এখন হলিউডের অভিনেত্রী। নিজের আত্মবিশ্বাস, বুদ্ধি ও গুণের মাধ্যমে পা রেখেছেন বিশ্বের বড় বড় রেড কার্পেটে।

গায়ের রঙ নিয়ে বহুবার সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। এমনকি তার নাক নিয়েও উঠেছে প্রশ্ন।

সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়েছিলেন প্রিয়াঙ্কা। চেহারার কারণে কি কি প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয়েছে এ নিয়ে কথা বলেন প্রিয়াঙ্কা। তিনি জানান, আমি অভিনেত্রী হওয়ার আগে একজন প্রযোজকের সঙ্গে ছবিতে অভিনয় করা নিয়েই দেখা করি। তখন আমি মিস ওয়ার্ল্ড খেতাব জিতে নিয়েছি। আর উনি বলেছিলেন আমার সবকিছুই ভুল। তিনি বলেন আমার নাক ঠিকঠাক না, আমার শরীরের গড়ন ঠিকঠাক না।

প্রিয়াঙ্কার এই মন্তব্য শুনে সঙ্গে সঙ্গে শো এর হোস্ট জয় বেহার বলেন, এটা কি তোমার আসল নাক? যার উত্তরে প্রিয়াঙ্কা বলেন, হ্যাঁ এটা আমার আসল নাক। যদিও প্রিয়াঙ্কার নাকের গড়নে হঠাৎ পরিবর্তন হওয়ার পর অনেকেই মনে করেন যে প্রিয়াঙ্কা নাকে প্লাস্টিক সার্জারি করেছিলেন।

বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

up-arrow