Bangladesh Pratidin

ঢাকা, বুধবার, ১৭ জানুয়ারি, ২০১৮

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১১:৪৪ অনলাইন ভার্সন
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১১:৪৬
ভালোবাসা দিবসে রুক্মিণীকে দেবের বার্তা
অনলাইন ডেস্ক
ভালোবাসা দিবসে রুক্মিণীকে দেবের বার্তা

ভালোবাসা দিবসে 'চ্যাম্প' ছবির নতুন পোস্টার প্রকাশ করেছেন দেব। এতে ছবির মূল অভিনেতা দেবের পাশাপাশি নায়িকা রুক্মিণী মৈত্রকেও দেখা গেছে।  

অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজিনা করছেন দেব। আর এ ছবির মাধ্যমেই তার প্রেমিকা রুক্মিণীর বড় পর্দায় অভিষেক হচ্ছে। অনেকেই বলছেন, পোস্টার প্রকাশ করে প্রেমিকা ও একইসঙ্গে ছবির নায়িকা রুক্মিণীকেই ভালোবাসার বার্তা পৌঁছে দিতে চেয়েছেন দেব। 

পোস্টারে লেখা ছিল, 'ইভেন ইফ ইউ ফল, লাভ ক্যান গেট ইউ ব্যাক অন ইউর ফিট। হ্যাপি ভ্যালেন্টাইন ডে।' 'চ্যাম্প' ছবিটি চলতি বছরের ঈদে মুক্তি পাচ্ছে। 

 

বিডি প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow