Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২১ আগস্ট, ২০১৭

ঢাকা, সোমবার, ২১ আগস্ট, ২০১৭
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:৪৩ অনলাইন ভার্সন
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০১:১৮
রণবীর নন, ভ্যালেন্টাইনস ডে-তে অন্য কারও সঙ্গে দীপিকা!
অনলাইন ডেস্ক
রণবীর নন, ভ্যালেন্টাইনস ডে-তে অন্য কারও সঙ্গে দীপিকা!
সংগৃহীত ছবি

এবারের ভালবাসা দিবস রণবীর সিংয়ের সঙ্গে ছিলেন না বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ছিলেন অন্য কারও সঙ্গে।

তবে ফের প্রেমে পড়ননি দীপিকা। তিনি ছিলেন ব্যক্তিগত স্টাইলিস্ট শালিনা নাথানির সঙ্গে। এমনিতে দীপিকা যেখানেই যান, সঙ্গে থাকেন শালিনা। এবারও ব্যতিক্রম হল না।  

নিউ ইয়র্কে ফ্যাশন উইকে যোগ দিতে গেছেন তিনি। এবারের ভ্যালেন্টাইনস ডে ব্যক্তিগত স্টাইলিস্ট শালিনা নাথানির সঙ্গে সেখানেই কাটালেন। শালিনা নাথানি সম্প্রতি গোসলের পোশাকে দীপিকার সঙ্গে তার চা খাওয়ার ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে। সেখানে তিনি লিখলেন, ‘‌শহরের সবথেকে হট ভ্যালেন্টাইনকে পেলাম’‌।  

গত বছর ভ্যালেন্টাইনস ডে–তে দীপিকাকে সারপ্রাইজ দিতে টরন্টো পৌঁছে চলে গিয়েছিলেন রণবীর সিং। সেখানে দীপিকা ভিন ডিজেলের সঙ্গে ‘‌এক্স এক্স এক্স:‌ জ্যান্ডার কেজ’‌ ছবির শুটিং নিয়ে ব্যাস্ত ছিলেন। সেবার শুটিংয়ের ফাঁকে দুজনের ছবিও পোস্ট করেন ছবির কলাকুশলীরা। সেই তুলনায় এবারের ভ্যালেন্টাইন বেশ সাদামাটাই কাটালেন দীপিকা।

সূত্রঃ আজকাল।

বিডি-প্রতিদিন/ ১৭ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৩

আপনার মন্তব্য

up-arrow