Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২১ আগস্ট, ২০১৭

ঢাকা, সোমবার, ২১ আগস্ট, ২০১৭
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০৯:১৪ অনলাইন ভার্সন
আপডেট :
ফের দীপিকাকে কটাক্ষ করলেন কঙ্গনা
অনলাইন ডেস্ক
ফের দীপিকাকে কটাক্ষ করলেন কঙ্গনা

বলিউড অভিনেত্রী আপাতত কঙ্গনা রানাউত তার কথার কারণে বরাবরই নানাভাবে আলোচনায় থাকেন। বর্তমানে তিনি তার নতুন ছবি ‘রেঙ্গুন’এর প্রচার নিয়ে ব্যস্ত।

তবে এরইমধ্যে দীপিকা পাড়ুকোনকে পরোক্ষভাবে খোঁচা দিয়ে দিলেন এই অভিনেত্রী।

জানা যায়, কঙ্গনার মূল বক্তব্য ছিল নিজের কাজ নিয়ে কখনওই অশালীনভাবে কথা বলবেন না। তিনি বলেন, ‘‘এটা আমাদের পেশা, আমাদের রুজিরুটি। কিন্তু ছবিতে কাজ করা নিয়ে কতজনই তো কুরুচিকর মন্তব্য করেন! আমি কোনওদিন এটা পারব না,’’ 

এইসব কথার মাঝেই হঠাৎ কঙ্গনা বলে বসেন, ‘‘জানি, আমার কথা মিসকোটেড হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ‘শাহিদের বক্সার আমার ভাল লাগে’ জাতীয় মন্তব্য করার চেয়ে সেটাই ভাল নয় কি?’’ 

আর এক কথার মাধ্যমেই সরাসরি দীপিকাকে কটাক্ষ করে বসেন কঙ্গনা। কারণ ‘তামাশা’ ছবির প্রচারের সময় দীপিকা জানিয়েছিলেন যে, রণবীরের বক্সারগুলো তার ভীষণ কিউট লাগে।

 

বিডি-প্রতিদিন/ ১৯ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৩

আপনার মন্তব্য

up-arrow