Bangladesh Pratidin

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি, ২০১৭ ১১:৪৬ অনলাইন ভার্সন
অনাহারির পাশে বলিউড বাদশা (ভিডিওসহ)
অনলাইন ডেস্ক
অনাহারির পাশে বলিউড বাদশা (ভিডিওসহ)
সংগৃহীত ছবি
bd-pratidin

ছবির দুনিয়ার নয় এবার বাস্তব বাদশাকেই দেখল ভারতের মুম্বাই। বলছিলাম বলিউড বাদশা শাহরুখ খানের কথা।   

সম্প্রতি নিজের গড়িতে উঠছিলেন শাহরুখ খান। সে সময় সমস্ত রকম প্রহরা এড়িয়ে তার সামনে চলে আসেন এক বৃদ্ধ ভিখারি। তারপর শাহরুখের কাছে খাবার চেয়ে বসেন ওই বৃদ্ধ‌। শাহ্রুখকে জানান দীর্ঘক্ষণ শুধু তার জন্যই অপেক্ষা করছিলেন তিনি। বৃদ্ধ ভিখারির সঙ্গে সামান্য কথা বলেই গাড়িতে উঠে পড়েন তিনি। তবেঁ তিনি তার সঙ্গে শাহরুখ কোণ খারাপ ব্যবহার করেননি। সহমর্মিতার সাহিত হাসিমুখেই কথা বলেন তিনি।

তবে সেখান থেকে যাওয়ার আগে নিজের টিমের সদস্যদের বলেন বৃদ্ধের জন্য খাবার জোগার করতে। বাদশাহের নির্দেশ মতোই খাবার হাজির করা হয় ভিখারির সামনে। খাবার খেয়ে শাহরুখকের জন্য দু’‌হাত তুলে মঙ্গল কামনা করেন সেই বৃদ্ধ। এতোদিন যারা ‘‌রইস’‌–ই দেখেছেন সেই তারাই এবার দিলদরিয়া বাদশাহকেই দেখলেন।

 

বিডি-প্রতিদিন/ ২০ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow