Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ২০ আগস্ট, ২০১৭

ঢাকা, রবিবার, ২০ আগস্ট, ২০১৭
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি, ২০১৭ ০৫:১৪ অনলাইন ভার্সন
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৭ ১১:৩৭
লেসবিয়ান এনকাউন্টারের কথা নিজেই জানালেন কঙ্গনা
অনলাইন ডেস্ক
লেসবিয়ান এনকাউন্টারের কথা নিজেই জানালেন কঙ্গনা
ফাইল ছবি

কফি উইথ করণে ফের আরও একবার বিস্ফোরণ কঙ্গনা রানাওয়াতের। নিজের 'লেসবিয়ান এনকাউন্টার' নিয়ে অবলীলায় মুখ খুললেন বলিউডের এই 'ক্যুইন'।

কফি উইথ করণ, জনপ্রিয় এই টেলিভিশন অনুষ্ঠানে সঞ্চালক করণ জোহরের র‍্যাপিড ফায়ার রাউন্ডে একেবারে নিজস্ব ভঙ্গিতে উত্তর দিলেন কঙ্গনা। নিজেই বললেন নিজের লেসবিয়ান এনকাউন্টার কথা।  

এদিন কফি উইথ করণ-এ এসে কঙ্গনা রানাওয়াত তাঁর আগামী ছবি রঙ্গুনের প্রচারও করেন। সঙ্গে ছিলেন নবাব সাইফ আলি খানও। রঙ্গুনে কঙ্গনা রানাওয়াতের সঙ্গেই স্ক্রিন শেয়ার করেছেন বলিউডের হার্ট থ্রব সাইফ। এই সিনেমায় অভিনয় করেছেন বলিউডের একসময়ের 'চকোলেট বয়' শহীদ কাপুর।  


বিডি প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল

আপনার মন্তব্য

up-arrow