Bangladesh Pratidin

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি, ২০১৭ ১৮:৫৫ অনলাইন ভার্সন
বায়োপিকে সঞ্জয় দত্তের চেহারায় রণবীরের ছবি ফাঁস
অনলাইন ডেস্ক
বায়োপিকে সঞ্জয় দত্তের চেহারায় রণবীরের ছবি ফাঁস
সংগৃহীত ছবি
bd-pratidin

অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক নির্মাণ করছেন পরিচালক রাজকুমার হিরানি। ‘দত্ত’ শিরোনামের সিনেমাটিতে সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর। এদিকে নায়ক সঞ্জয় দত্তের চেহারা, স্টাইল নিয়ে শুটিং সেটে হাজির হলেন রণবীর কাপূর। প্রথমবারের মতো প্রকাশিত সেই ছবি ভারতীয় মিডিয়ায় ছড়িয়েও পড়েছে। 

জানুয়ারি থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। অনলাইনে ফাঁস হয়েছে ‘দত্ত’ সিনেমায় রণবীরের কিছু ছবি। ফাঁস হওয়া ছবিগুলোতে লম্বা চুলে রণবীরকে দেখা গেছে। 
 
একটি ছবিতে রণবীরের পাশাপাশি পরেশ রাওয়াকেও দেখা গেছে। সিনেমাটিতে তিনি সঞ্জয়ের বাবা সুনীল দত্তের ভূমিকায় অভিনয় করছেন। রণবীর ছাড়াও এ সিনেমায় আনুশকা শর্মা, সোনম কাপুর, মনীষা কৈরালা ও পরেশ রাওয়ালকে দেখা যাবে বলে জানা গেছে। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

 

বিডি প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল

আপনার মন্তব্য

up-arrow