Bangladesh Pratidin

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০৫:৪৮ অনলাইন ভার্সন
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৭ ১৩:০৬
বানসালির ছবি থেকে বাদ পড়লেন কঙ্গনা!‌
অনলাইন ডেস্ক
বানসালির ছবি থেকে বাদ পড়লেন কঙ্গনা!‌

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত সম্প্রতি জানিয়েছিলেন, বলিউডের তিন খানের সঙ্গেই ছবি করতে চান। কিন্তু কঙ্গনা রানাওয়াতের সেই স্বপ্ন আপাতত অপূর্ণই থাকছে। কারণ শাহরুখ খানের বিপরীতে সঞ্জয়লীলা বানসালির নতুন ছবিতে তার অভিনয় করা হচ্ছে না। হালের এই আলোচিত-সমালোচিত নায়িকাকে বাদ দিয়েছেন স্বয়ং পরিচালক নিজেই। 

সঞ্জয়লীলা বানসালি ফের ঐতিহাসিক চরিত্র নিয়ে ছবি করার কথা ভাবছেন। চিত্রনাট্যও নাকি লেখা হয়ে গেছে বলে জানা গেছে। 'পদ্মাবতী'‌ ছবির শুটিং শেষ করে সেই ছবিতে হাত দেওয়ার কথা। ছবির দুটো চিত্রনাট্য লিখে শাহরুখকে পাঠিয়েছিলেন বানসালি। শাহরুখ নাকি একটিতে সম্মতিও দিয়েছেন। কঙ্গনার সঙ্গে প্রাথমিকভাবে ছবি নিয়ে কথা হয়। রাজি হন কঙ্গনাও। তারপর যদিও তাকে চিত্রনাট্য আর পড়াননি বানসালি। সেই সঙ্গে এই প্রসঙ্গেও কিছুই‌ বলতে চাননি বনসালি। তিনি নাকি এই চরিত্রের জন্য নতুন নায়িকার খোঁজ চালাতে শুরু করেছেন বলে জানা গেছে। 


বিডি-প্রতিদিন/ ২২ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৯

আপনার মন্তব্য

up-arrow