২২ ফেব্রুয়ারি, ২০১৭ ১০:২০

'মানে অসঙ্গতি থাকায়' ভারত রঙ্গ উৎসবে নেই পাকিস্তান

অনলাইন ডেস্ক

'মানে অসঙ্গতি থাকায়' ভারত রঙ্গ উৎসবে নেই পাকিস্তান

ফাইল ছবি

এশিয়ার বৃহত্তম থিয়েটার উৎসব হিসেবে খ্যাত 'ভারত রঙ্গ উৎসব'। এর ১৯তম আসর চলছে দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামার বিভিন্ন অডিটোরিয়ামে। প্রায় ১৪টি দেশ অংশ নিলেও ভারতের দুই গুরুত্বপূর্ণ প্রতিবেশী চীন ও পাকিস্তান এতে অনুপস্থিত। খবর আনন্দবাজারের।

দুই দেশের বাদ পড়ার ব্যাখ্যা দিতে ন্যাশনাল স্কুল অব ড্রামার পরিচালক দাবি করেছেন, পাকিস্তানের ক্ষেত্রে আমাদের নির্ধারিত মানের সঙ্গে কোথাও অসঙ্গতি রয়েছে। চীনের সঙ্গে নাকি এই উৎসবের সময়সূচির অমিল হয়েছে। তাই তারা অংশগ্রহণ করতে পারেনি। 

ভারত রঙ্গ উৎসবে অংশ নিতে সারা বিশ্বের থেকে ৬০০ এর বেশি থিয়েটার সংগঠন আবেদনপত্র জমা দিয়েছে। ভারতের জম্মু-কাশ্মীর থেকে মণিপুর, কেরল, কর্নাটক, উড়িষ্যাসহ প্রায় সব ক'টি রাজ্যেরই বিভিন্ন গ্রুপ থিয়েটার অংশগ্রহণকারীর তালিকায় রয়েছে।

নাটক ছাড়াও উৎসবের অন্যতম আকর্ষণ লোক সংস্কৃতির প্রদর্শন। ভারতের গুজরাট, উড়িষ্যা, মণিপুর, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কর্নাটক, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিসগড় ও কাশ্মীরের শিল্পীদের লোক সংস্কৃতির প্রদর্শন করা হবে উৎসবে। 

 

বিডি প্রতিদিন/২২ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর