২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০২:০৫

সেন্সরের কোপে ‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’

অনলাইন ডেস্ক

সেন্সরের কোপে ‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’

ফের সেন্সর বোর্ডের চোখ রাঙানি। এ বার টার্গেটে ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’। টুইট করে এ খবর জানিয়েছেন অভিনেতা তথা পরিচালক ফারহান আখতার। কিন্তু কেন সেন্সর বোর্ড আটকে দিল ছবিটি এমন প্রশ্নের জবাবে ফারহানে জানালেন, ‘‘ছবির গল্প মহিলা কেন্দ্রিক। কিছু যৌন দৃশ্য রয়েছে, অডিও পর্ন রয়েছে, সমাজের একটি নির্দিষ্ট অংশের প্রতি সেনসিটিভি টাচ রয়েছে। সে কারণেই হয়তো আপত্তি তুলেছে সেন্সর বোর্ড।’’

এ ছবির পরিচালক অলঙ্কৃতা শ্রীবাস্তব জানান, ‘‘আমি হেরে যাব না। সেন্সর বোর্ডের আপত্তির পর তো আরও বেশি করে মনে হচ্ছে ভারতীয় দর্শকদের অবশ্যই ছবিটা দেখা উচিত। আমি তো বলব ছবি মুক্তিতে বাধা দিয়ে নারীর অধিকারে বাধা দিয়েছে সেন্সর কর্তারা। আমি এর শেষ দেখে ছাড়ব।’’

অনুরাগ কাশ্যপের ‘উড়তা পাঞ্জাব’ বিতর্কের পর থেকেই সমালোচিত হয়েছেন সেন্সর বোর্ডের প্রধান পহেলাজ নিহালনি। তার এই সিদ্ধান্ত নিয়েও আলোচনা শুরু হয়েছে বলিউড মহলে। পরিচালক প্রকাশ ঝা বলেছেন, ‘‘সিনেমা একটা চ্যালেঞ্জের মতো। আমাদের দেশে অবশ্যই যে কোনও কিছু প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। আমি মনে করি দর্শকদের ছবিটি দেখতে পাওয়াটা তাদের অধিকারের মধ্যেই পরে।’’

গত অক্টোবরে ইউটিউবে মুক্তি পায় ‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’ ছবির ট্রেইলার। আর তার পরই ভাইরাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়। এমনই এক বিষয় ফুটে উঠেছে এই ছবির ট্রেলারে যা এদেশে ট্যাবু। নারীর স্বাধীনতা আর তাদের জীবনের একের পর এক প্রশ্ন চিহ্ন নিয়ে গড়ে উঠেছে চিত্রনাট্য। ট্রেইলারে একটা ইঙ্গিত স্পষ্ট যে পর্দা আমাদের সমাজের নারীদের লুকিয়ে রাখতে চায় আর তার থেকেও বেশি লুকিয়ে রাখতে চায় তাদের অন্তরের ইচ্ছা গুলোকে। 

বিভিন্ন বয়সের চার জন নারীর কথা উঠে এসেছে এই ছবিতে। কলেজ পড়ুয়া, বিউটিশিয়ান, হাউসওয়াইফ আর একজন ৫৫ বছর বয়সী বিধবা। এদের চরিত্রে অভিনয় করেছেন প্লাবিতা বোড়ঠাকুর, অহনা কুমড়া, কঙ্কনা সেনশর্মা এবং রত্না পাঠক শাহ।

সূত্রঃ আনন্দবাজার


বিডি-প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৫

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর