Bangladesh Pratidin

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১২:২৫ অনলাইন ভার্সন
প্রচ্ছদশিল্পী কনকচাঁপা
অনলাইন ডেস্ক
প্রচ্ছদশিল্পী কনকচাঁপা

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত ছোটগল্পের একটি বইয়ের প্রচ্ছদ এঁকেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা। তরুণ লেখক মুহাম্মদ আসাদুল্লাহর লেখা ওই বইটির নাম 'অতঃপর বুঝলাম তুমি কত পর'। 

শুধু প্রচ্ছদশিল্পী হিসেবেই নয়, বইমেলায় কনকচাঁপা আছেন লেখক হিসেবেও। বইমেলায় তার কবিতার বই 'মুখোমুখি যোদ্ধা' প্রকাশিত হয়েছে। 

বইয়ের পাশাপাশি কনকচাঁপার স্বরচিত আবৃত্তির সিডি একসঙ্গে পাওয়া যাচ্ছে। আবৃত্তির আবহসংগীত করেছেন মইনুল ইসলাম খান। গত ১৭ ফেব্রুয়ারি পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে।.

কনকচাঁপার সর্বশেষ একক অ্যালবাম 'পদ্মপুকুর' প্রায় দুই বছর আগে প্রকাশিত হয়েছিল। ১০টি গানের এ অ্যালবামটি প্রযোজনা প্রতিষ্ঠান লেজারভিশন থেকে প্রকাশিত হয়। এর 'আমি নিঃস্ব হয়ে গেছি' ও 'পদ্মপুকুর' গান দুটি শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়েছে।

 

বিডি প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow