Bangladesh Pratidin

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১৬:৪০ অনলাইন ভার্সন
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১৬:৪৮
অভিনয়ের প্রয়োজনে হকি শিখছেন অক্ষয়
অনলাইন ডেস্ক
অভিনয়ের প্রয়োজনে হকি শিখছেন অক্ষয়
সংগৃহীত ছবি

বলিউডের অন্যতম সফল অভিনেতা অক্ষয় কুমার। প্রথম সারির তারকাদের মধ্যে বলিউডের তিন খানের পর বছরে তারই একাধিক ছবি মুক্তি পায়। বেশি কাজ করলেও পর্দায় ঠিকভাবে নিজের চরিত্র ফুটিয়ে তুলেন এই অভিনেতা। এবার অভিনয়ের প্রয়োজনেই হকি শিখছেন তিনি।

জানা গেছে, আগামী বছর ‘গোল্ড’ নামে একটি ছবি করছেন অক্ষয় কুমার। এতে  ভারতীয় হকি দলের কোচ বলবীর সিং-এর চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। এ জন্য হকি শিখছেন ৪৯ বছর বয়সী এই অভিনেতা। ছবিতে অক্ষয়ের সঙ্গে আরও দেখা যাবে সানি কুশলকে।

 

বিডি-প্রতিদিন/ ২৫ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৩

আপনার মন্তব্য

up-arrow