Bangladesh Pratidin

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১৬:৫৯ অনলাইন ভার্সন
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১১:১৫
মুক্তির পর ‘রেঙ্গুন’
অনলাইন ডেস্ক
মুক্তির পর ‘রেঙ্গুন’

ট্রেইলার ও কয়েকটি গান মুক্তি পাওয়ার পর সবারই ধারণা ছিল এ বছর বক্স অফিসে বেশ আলোড়ন তৈরি করবে বিশাল ভরদ্বাজের ‘রেঙ্গুন’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান, শহিদ কাপুর ও অভিনেত্রী কঙ্গনা রানাউত। তবে সব জল্পনা-কল্পনা মিথ্যা প্রমাণিত হওয়ায় টিম ‘রেঙ্গুন’ এখন হতাশ। গতকাল শুক্রবার ভারতে ছবিটি মুক্তির পর ডিএনএ ইন্ডিয়ার খবরে জানা গেল, প্রথম দিনটিতেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ত্রিভুজ প্রেমের এই ছবি ‘রেঙ্গুন’।  

বক্স অফিসে সাড়া জাগাতে হলে মুক্তির প্রথম দিনেই করতে হয় বাজিমাত। কিন্তু ‘রেঙ্গুন’ এর প্রথম শোতে প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতি ছিল গড়ে মাত্র ১০ থেকে ১৫ শতাংশ, যা দেখে এই ছবির পুরো টিম রীতিমতো হতাশ। আর শুরুর দিনের এ দৃশ্যই বলে দিচ্ছে ‘রেঙ্গুন’-এর জন্য সামনের দিনগুলো খুব একটা সুখকর হবে না। অবশ্য এ নিয়ে এখনও সরাসরি কোনো মন্তব্য করেনি টিম ‘রেঙ্গুন’।

এমনিতেই বিশাল ভরদ্বাজের ছবির দর্শক তুলনামূলক সীমিত, তবে যতটুকু আশা করা হয়েছিল তার থেকেও দর্শক কম হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow