Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭

ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০৯:৪০ অনলাইন ভার্সন
আপডেট :
শাহরুখের সঙ্গে কাজ করছি না : কঙ্গনা
অনলাইন ডেস্ক
শাহরুখের সঙ্গে কাজ করছি না : কঙ্গনা

কঙ্গনা অভিনয়টা পর্দাতেই করেন। বাস্তবে এমন অনাবিল, সোজাসাপটা, যার জুড়ি মেলা ভার।

নামী নায়কেরা যখন তার ছবিতে নেহাত মুখ দেখাতে রাজি নন, তিনিই বা কেন তাদের ছবির খুদে চরিত্রে কাজ করবেন?

কঙ্গনা কিছুদিন আগেই ‘কফি উইথ কর্ণ’য় বলেছিলেন, জানিয়েছিলেন সমান পরিসরের চরিত্র না পেলে তিন খানের কারও সঙ্গেই কাজ করতে চান না।

কঙ্গনা একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, আসলে বিগ-হিরো ফিল্ম করার প্রস্তাব আমার কাছে আসে না, তা নয়। যথেষ্ট আসে। আমিই এড়িয়ে যাই। কারণ প্রধান চরিত্রটা তাদেরই হয়, আমার নয়। আমার কোনও ছবিতে তো কোনও স্টার-হিরো ছোট চরিত্রে অভিনয় করেননি! আমিই বা কেন তাহলে ওদের ছবিতে ছোট চরিত্রে মুখ দেখাব?

আপনি নাকি আনন্দ এল রাইয়ের ছবিতে শাহরুখ খানের সঙ্গে কাজ করছেন? এমন প্রশ্নের জবাবে কঙ্গনা জানান, বিষয়টি সঠিক নয় একেবারেই ভুল খবর।

বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

up-arrow