২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১০:৩৪

অস্কার মনোনীত ডকুমেন্টারি পরিচালক যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ

অনলাইন ডেস্ক

অস্কার মনোনীত ডকুমেন্টারি পরিচালক যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ

সংগৃহীত ছবি

এবার যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকারের নিষেধাজ্ঞার কবলে পড়লেন সিরিয়ার ২১ বছর বয়সী অস্কার মনোনীত এক ডকুমেন্টারি পরিচালক। মার্কিন নিষেধাজ্ঞা পাওয়া এই পরিচালকের নাম খালেদ খতিব। ব্রিটিশ ডকুমেন্টারি সিনেমা ‘হোয়াইট হেলমেট’ এবারের অস্কারে স্বল্পদৈর্ঘ্য বিভাগে মনোনয়ন পেয়েছে। খবর ব্রিটিশ বার্তা সংস্থা-বিবিসি’র।

 সিরিয়ার গৃহযুদ্ধকে কেন্দ্র করে নির্মিত ৪০ মিনিটের এ ডকুসিনেমাটিতে যুদ্ধের ভয়াবহতার মধ্য থেকে সাধারণ মানুষকে উদ্ধারে নিয়োজিত অসম সাহসী সিরিয়ান সিভিল ডিফেন্সের কর্মকাণ্ড দেখানো হয়েছে। খালেদ খতিব নিজেও হোয়াইট হেলমেট গ্রুপের একজন সক্রিয় সদস্য যিনি এই সিনেমা তৈরীর পাশাপাশি সিরিয়াতে গৃহযুদ্ধ বন্ধে কাজ করেছেন।
 
ধারণা করা হচ্ছে, এই সিনেমার মাধ্যমে এবারের অস্কারের স্বল্পদৈর্ঘ্য বিভাগের পুরস্কারটি ব্রিটেনের হাতে উঠতে পারে।
 

বিডি-প্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৮

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর