Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭

ঢাকা, শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১৪:৫৭ অনলাইন ভার্সন
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১৭:২৭
ফের নতুন রূপে আমিরের আবির্ভাব!
অনলাইন ডেস্ক
ফের নতুন রূপে আমিরের আবির্ভাব!
সংগৃহীত ছবি

দঙ্গলের পর 'থাঙ্গস অব হিন্দুস্তান' ছবির প্রস্তুতিতে মগ্ন মিস্টার পারফেকশনিস্ট। এই ছবিতে কেমন হবে আমির খানের রূপ, তাই নিয়ে জল্পনার শেষ নেই।

এই প্রথম অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন আমির।  

সম্প্রতি টুইটে ভারতের পাঞ্জাব প্রদেশের সর্দারজির লুকের একটি ছবি পোস্ট করেছেন আমির। আর সেই ছবি ঘিরেই এখন জল্পনা তুঙ্গে। অনেকেরই দাবি এটাই হতে যাচ্ছে আমিরের নতুন রূপ। একমুখ দাঁড়ি, মাথায় পাগড়ি দেওয়া আমিরের সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।  

জানা গেছে, এই ছবিতে আমিরের সঙ্গে গুরুত্বপূরণ ভূমিকায় দেখা যাবে জ্যাকি স্রফকেও। সম্ভবত আগামী মাসেই শুরু হচ্ছে যশরাজ ফিল্মসের 'থাঙ্গস অব হিন্দুস্তান' ছবির শ্যুটিং। আগামী বছর মুক্তি পাবে ছবিটি।     


বিডি-প্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২২

আপনার মন্তব্য

up-arrow