২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:০৬

টিম আন্ডারকভারে এমএলএম নামধারীদের মুখোশ উন্মোচন (ভিডিও)

অনলাইন প্রতিবেদক

টিম আন্ডারকভারে এমএলএম নামধারীদের মুখোশ উন্মোচন (ভিডিও)

বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের অনুসন্ধানীমূলক অনুষ্ঠান টিম আন্ডারকভারে তুলে ধরা হয় সমাজের নানা দুর্নীতি, অনিয়ম ও ধোঁকাবাজির চিত্র। গতকাল শনিবার প্রচারিত টিম আন্ডারকভারে এমএলএম নামধারী কিছু প্রতিষ্ঠানের মুখোশ উন্মোচন করা হয় যারা দিনের পর দিন মানুষকে ঠকিয়ে যাচ্ছে। 

২০১৫ সালের এপ্রিল মাসে বাংলাদেশে সব এমএলএম প্রতিষ্ঠানকে অবৈধ ঘোষণা করা হয়। ২০১৪ সালের ৫ মার্চ এক বছরের জন্য চার কোম্পানিকে এমএলএম পদ্ধতিতে ব্যবসা করার লাইসেন্স দেয় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু, তাদের বিরুদ্ধে আর্থিক অনিময়ের অভিযোগ পাওয়ায় লাইসেন্স আর নবায়ন করেনি, সরকার। 

তা সত্বেও বাংলাদেশে এমএলএম ব্যবসা বন্ধ হয়নি। লাইসেন্স না পাওয়া সব কোম্পানি এখনো বহাল তবিয়তে ব্যবসা করছে। এতে  সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন। আর এ বিষয়টিকেই বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে এবারের আন্ডারকভারে। 

বিডি প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর