Bangladesh Pratidin

প্রকাশ : ১ মার্চ, ২০১৭ ০১:৫৩ অনলাইন ভার্সন
আপডেট : ১ মার্চ, ২০১৭ ০১:৫৬
ফের বড় পর্দায় অভিষেক-ঐশ্বরিয়া ম্যাজিক!
অনলাইন ডেস্ক
ফের বড় পর্দায় অভিষেক-ঐশ্বরিয়া ম্যাজিক!
ফাইল ছবি
bd-pratidin

২০১০ সালের মনিরত্নমের রাবণ সিনেমায় শেষ দেখা গিয়েছিল অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়া রায় বচ্চনকে। ৭ বছর পর আবার একসঙ্গে অভিনয় করতে চলেছেন বলিউডের হাই প্রোফাইল তারকা দম্পতি।

জানা গেছে, পরিচালক অনুরাগ কাশ্যপের হাত ধরেই ফের পর্দায় ফিরছেন এই দুজন। কাশ্যপের ফ্যান্টম ফিল্মস প্রযোজিত ও রোম্যান্টিক আগামী কমেডি ছবি 'গুলাব জামুন' ছবিতে অভিনয় করতে দেখা যেতে পারে তাদের। কারণ এখন পর্যন্ত অভিষেক-অ্যাশের স্ক্রিপ্ট পছন্দ হয়েছে, সিনেমাতে অভিনয় করার কথা এখনও তারা ভাবেননি। শুধু অভিষেক-অ্যাশেই নন, ছবিতে দেখা যেতে পারে অমিতাভ বচ্চনকেও।

এদিকে দুজনে আবার অভিনয় করার প্রসঙ্গ আসতেই নস্টালজিক হয়ে ইনস্টাগ্রামে রাবণের একটি ছবি পোস্ট করেন অভিষেক বচ্চন। ২০০৮ সালের রাবণের সেটে ঐশ্বরিয়া রায় বচ্চনের সঙ্গে তার একটি ছবি পোস্ট করেন তিনি।


      ‌
বিডি-প্রতিদিন/ ১ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৬

আপনার মন্তব্য

up-arrow