Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২১ আগস্ট, ২০১৭

ঢাকা, সোমবার, ২১ আগস্ট, ২০১৭
প্রকাশ : ১ মার্চ, ২০১৭ ২০:৪৯ অনলাইন ভার্সন
আপডেট :
প্রকাশিত হলো নিরবের বলিউডের ছবির গান (ভিডিও)
অনলাইন ডেস্ক
প্রকাশিত হলো নিরবের বলিউডের ছবির গান (ভিডিও)

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক নিরব বলিউডের ‘শয়তান’ ছবিতে অভিনয় করেছেন সেটা অনেকেরই কম-বেশি জানা। নতুন খবর হলো সেই ছবির একটি গান সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে।

গানের শিরোনাম ‘ইশক সারফিরা’। গতকাল মঙ্গলবার গানটি ইউটিউবে প্রকাশ করেছে ইন্ডিয়ার শীর্ষস্থানীয় জি মিউজিক কোম্পানি। রোমান্টিক মেলোডিয়াস গানটি কণ্ঠ দিয়েছেন শেরিয়ার তিওয়ানা।

'ইশক সারফিরা'য় নিরবের সঙ্গে পারফর্ম করেছেন বলিউড অভিনেত্রী কবিতা রাধেশ্যাম। খুব শিগগিরই মুক্তি পেতে যাওয়া এই ছবিতে আরও অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেত্রী মিরা খান, আসিফ বাখরা, আমিতা, তাসমিয়া প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন বলিউডের নির্মাতা ফয়সাল সাইফ।  

 

বিডি-প্রতিদিন/০১ মার্চ, ২০১৭/মাহবুব

আপনার মন্তব্য

up-arrow