Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

ঢাকা, শনিবার, ১৯ আগস্ট, ২০১৭
প্রকাশ : ৭ মার্চ, ২০১৭ ০৫:১৭ অনলাইন ভার্সন
আপডেট :
নিজের সুইমস্যুট পরা ছবি পোস্ট করলেন লরেন পোপ
অনলাইন ডেস্ক
নিজের সুইমস্যুট পরা ছবি পোস্ট করলেন লরেন পোপ
সংগৃহীত ছবি

আবারো আলোচনায় এলেন লরেন পোপ। তবে এবার সুইমস্যুট পরা নিজের একটি ছবি পোস্ট করে আলোচনায় এসেছেন ‘TOWIE’ স্টার লরেন পোপ।

সম্প্রতি দুবাই থেকে ছুটি কাটিয়ে এসেছেন এই সুন্দরী। তারপরই তাঁর মেজাজ ফুরফুরে হয়ে উঠেছে। আর বেশ কিছুটা নস্টালজিকও হয়ে পড়েছেন লরেন। তাই পুরনো অ্যালবাম ঘেঁটে নিজের সেক্সি সুইমওয়্যার পরা ফটো ভক্তদের জন্য পোস্ট করলেন তিনি।

ছবিতে লরেন-এর শরীরি ভঙ্গিমা থেকে চোখ ফেরানো মুশকিল। ছবিটি দেখলেই বোঝা যাবে ফিটনেস সম্পর্কে কত সচেতন ছিলেন তিনি। তাই কাট আউটি সুইমওয়্যারেও আত্মবিশ্বাসী এই স্বল্পবসনা সুন্দরী।  

ক্যাপশনে তিনি লিখেছেন, “সুইমস্যুট সানডে”। অর্থাৎ বোঝাই যায় রবিবারও নিজের সৌন্দর্য বজায় রাখতে সমস্ত নিয়ম পালন করেন তিনি।  


বিডি প্রতিদিন/৭ মার্চ ২০১৭/হিমেল

আপনার মন্তব্য

up-arrow