Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
প্রকাশ : ১০ মার্চ, ২০১৭ ০৫:৫৪ অনলাইন ভার্সন
আপডেট : ১০ মার্চ, ২০১৭ ০৫:৫৫
মাথা কামিয়ে নতুন রূপে ক্রিস্টেন স্টুয়ার্ট
অনলাইন ডেস্ক
মাথা কামিয়ে নতুন রূপে ক্রিস্টেন স্টুয়ার্ট

হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট লস অ্যাঞ্জেলসে গত মঙ্গলবার ‘পারসোনাল শপার’ ছবির প্রিমিয়ারে অংশ নেন। সেখানে তার নতুন রূপ দেখে সকলেই চমকে উঠেন।

কারণ তিনি সেখানে টাক মাথায় সেখানে হাজির হয়েছিলেন। তার এই লুকের কারণ জানতে গেলে ক্রিস্টেন বরাবরের মতই খোলামেলা জবাব দিলেন। তিনি জানালেন, তার আগামী ছবি ‘আন্ডার ওয়াটার’ এর জন্য এমন রূপ ধারণ করেছেন তিনি।

তবে শুধু সিনেমা প্রসঙ্গেই নয়, সেখানে ক্রিস্টেন স্টুয়ার্ট তার ব্যক্তিগত প্রেমের সম্পর্ক নিয়েও খোলামেলা আলোচনা করেন। সহ অভিনেতা রবার্ট প্যাটিনসনের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে তিনি বলেন, ‘যখন আমি রবার্টের সঙ্গে সম্পর্কে ছিলাম, তখন সাধারণ মানুষেরা আমার শত্রুতে রুপান্তরিত হয়েছিল। আমার পক্ষে এভাবে বাঁচা সম্ভব ছিল না। আমি বেশ দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তবে এখন আমি জানি আমি কে, তাই এখন আমার এই নিয়ে লড়তে হয় না। ’

সমকামী রুপে জনসম্মুখে এলেন কেন এমন প্রশ্নের জবাবে ক্রিস্টেন বলেন, ‘আমার কাছে মনে হয়েছে এটি জানানো জরুরি এবং প্রাসঙ্গিক। ’ 


সূত্র- ডেকান ক্রনিকলস

 

বিডি-প্রতিদিন/ ১০ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২১

আপনার মন্তব্য

up-arrow