Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭

ঢাকা, শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭
প্রকাশ : ১৫ মার্চ, ২০১৭ ০২:০৮ অনলাইন ভার্সন
আপডেট :
কার সঙ্গে রং নিয়ে মাতলেন প্রিয়াঙ্কা!
অনলাইন ডেস্ক
কার সঙ্গে রং নিয়ে মাতলেন প্রিয়াঙ্কা!
সংগৃহীত ছবি

যতই বিদেশে থাকুন, ‘‌দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়ার মনটা এখনও দেশিই রয়ে গেল। হোলির দিন ‘‌দ্য টুনাইট শো স্টারিং জিমি ফ্যালোন’‌–এ গিয়েছিলেন এই অভিনেত্রী।

হোলির এই আনন্দমুখর দিনে সঞ্চালক ফ্যালোনকেই রং মাখিয়ে ভুত বানিয়ে দিলেন প্রিয়াঙ্কা।  

সোশ্যাল সাইটে পোস্ট করলেন নিজের আর ফ্যালোনের ছবি। সেখানে তিনি লিখলেন, ‘‌আজ রাতে ফ্যালোনের সঙ্গে দারুণ হোলি খেললাম। ওকে কেমন লাগছে, অবশ্যই দেখা উচিত!‌’‌ 

এরপর জিমিকে হোলির শুভেচ্ছা জানিয়ে বললেন, ‘‌তোমার জন্যই অতটা হোমসিক লাগছে না। ’‌ তবে শুটিংয়ের সেটে হোলি খেলেই থেমে থাকেননি প্রিয়াঙ্কা। বাড়িতে ছোটখাট একটা পার্টিও রেখেছিলেন। বন্ধুবান্ধবের সঙ্গে চুটিয়ে রং খেলেছেন। সেই ছবিও পোস্ট করেছেন সোশ্যাল সাইটে।  
‌‌‌ ‌


বিডি-প্রতিদিন/ ১৫ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৭

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow