Bangladesh Pratidin

প্রকাশ : ১৮ মার্চ, ২০১৭ ০৮:৪৬ অনলাইন ভার্সন
আপডেট : ১৮ মার্চ, ২০১৭ ১০:৩৩
মা হচ্ছেন বিদ্যা বালান!
অনলাইন ডেস্ক
মা হচ্ছেন বিদ্যা বালান!
ফাইল ছবি

মা হতে চলেছেন বিদ্যা বালান! এই প্রশ্ন কয়ারতেই বেজায় চটলেন অভিনেত্রী। সম্প্রতি বিদ্যাকে একটি ক্লিনিক থেকে বের হতে দেখা যায়। তারপরই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় বিদ্যাকে। কিন্তু স্পষ্টবাদী বিদ্যা সাংবাদিকদের জল্পনায় জল ঢেলে দিয়েছেন।

বিদ্যাকে এই প্রশ্ন করা হলে বিদ্যা জানিয়ে দেন যে, ক্লিনিকে যাওয়া মানেই অন্তঃসত্ত্বা হওয়া নয়। তিনি বলেন, “এটা বিরক্তিকর। আমি ক্লিনিকে চিকিৎসার জন্যও যেতে পারি। এরকম কেন যে বিয়ের পর কোনো নারী চিকিৎসকের কাছে গেলেই লোকজন ফিসফিস করা শুরু করে দেয়?”

এর আগেও এই ধরনের কথার সম্মুখীন হয়েছেন বিদ্যা। একবার বিদ্যা ও সিদ্ধার্থ রায় কাপুর একসঙ্গে ছবি তুলছিলেন, তাও তাদের বিয়ের আগে। তখন বিদ্যার এক চাচা মন্তব্য করেন যে, 'পরেরবারের ছবিতে দু’জন কে না, তিন জনকে দেখতে চাই”। এই বিষয়ে বিদ্যা বলেছিলেন, “আমি মনে করি এটা আমার ও আমার স্বামী ছাড়া অন্য কারো ভাবার বিষয় নয়। এগুলো আমাদের ব্যক্তিগত জীবনে নাক গলানো। কিন্তু আমাদের দেশে এমনই হয়। প্রতিবেশী ও আত্মীয়রা অপ্রয়োজনীয় প্রশ্ন করে। '

বর্তমানে ‘বেগম জান’ ছবি নিয়ে ব্যস্ত বিদ্যা বালান। তার মধ্যে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়ে বিদ্যা অসন্তুষ্ট।


বিডি প্রতিদিন/১৮ মার্চ ২০১৭/হিমেল

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow