Bangladesh Pratidin

প্রকাশ : ১৮ মার্চ, ২০১৭ ১২:১৪ অনলাইন ভার্সন
রজনীকান্ত-অক্ষয়কে টেক্কা দিলেন আমির
অনলাইন ডেস্ক
রজনীকান্ত-অক্ষয়কে টেক্কা দিলেন আমির

কয়েকদিন আগেই নেটফ্লিক্সের সঙ্গে ১১০ কোটি টাকার চুক্তি করার দৌলতে 'রোবট-২' ছবিটি শিরোনামে উঠে এসেছিল। তবে ৪৮ ঘণ্টার মধ্যেই শীর্ষস্থান থেকে আমির খান ঠেলে সরিয়ে দিলেন অক্ষয় কুমার, রজনীকান্ত অভিনীত রোবট-এর এই সিক্যুয়েলকে। 

জানা গেছে, আমির খানের আসন্ন ছবির নাম ঠিক হওয়ার আগেই তা রেকর্ড তৈরি করে ফেলেছে। মিডিয়া সূত্রের খবর, নেটফ্লিক্সের সঙ্গে আমিরের আসন্ন ছবির চুক্তির পরিমাণ ১২০ কোটি টাকা।

তবে এখনও নিজের নতুন ছবির ব্যাপারে মুখ খোলেননি আমির। তবে সূত্রের খবর, আমিরের ছবি বর্তমানে প্রি-প্রোডাকশন স্তরে রয়েছে। বাকি সব বিষয় গোপনেই রয়েছে এখনও পর্যন্ত।

এদিকে শোনা যাচ্ছে, শাহরুখ খানের আগামী ছবির সঙ্গেও নেটফ্লিক্স বড় অঙ্কের চুক্তি করতে চলেছে। বলিউড টাউনের খবর, চুক্তির অংক নিয়ে শাহরুখ ও নেটফ্লিক্স-দুই পক্ষই দর কষাকষি করছে।

 

বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২

আপনার মন্তব্য

up-arrow