Bangladesh Pratidin

প্রকাশ : ১৮ মার্চ, ২০১৭ ১২:৪৭ অনলাইন ভার্সন
এবার ছবিতে জেলে বসে সঞ্জয়ের লেখা গান!
অনলাইন ডেস্ক
এবার ছবিতে জেলে বসে সঞ্জয়ের লেখা গান!
ফাইল ছবি

ভারতের ইয়েরওয়াড়া জেলে থাকার পর অনেকটা বদলে গেছেন 'মুন্নাভাই' খ্যাত বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। এই জেলে বসেই একাধিক কবিতা লিখেছিলেন তিনি। সম্প্রতি মুম্বাইয়ে সঞ্জয়ের বাড়িতে গিয়ে সেই লেখা পড়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন 'তোলাবাজ' ছবির পরিচালক গিরিশ মালিক। তিনি সিদ্ধান্ত নিয়েছেন শুধু সঞ্জয়ই নন, তার লেখা কবিতা গান হিসেবে ব্যবহার করা হবে এই ছবিতে। 

জানা গেছে, আফগানিস্তানে কিশোরদের সেনা হিসেবে দেশ সেবায় নিয়োগ করে আদতে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, এই প্রেক্ষাপটেই তৈরি হচ্ছে 'তোলাবাজ' ছবিটি। সেখানে সঞ্জয় দত্ত সেনা কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন। এই ছবিতে তার লেখা ‘‌ও মেরে আঙ্গন কি চিড়ইয়া হ্যায় তু’‌ কবিতাটি ভীষণ ভাবে প্রাসঙ্গিক বলে জানিয়েছেন পরিচালক। সঞ্জয় দত্তও তাতে অনুমতি দিয়েছেন। 

শুধু ইমোশনাল গান নয়, একাধিক রোম্যান্টিক কবিতাও লিখেছেন মুন্না ভাই। তবে এই গানটি সঞ্জয় নিজেই গাইবেন কি না তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। যদিও এর আগে নিজের একাধিক ছবিতে গান গেয়েছেন তিনি। 

 

বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৪

আপনার মন্তব্য

up-arrow