২৯ মার্চ, ২০১৭ ১৮:২১

অবশেষে নোবেল পুরস্কার নিতে রাজি হলেন বব ডিলান

অনলাইন ডেস্ক

অবশেষে নোবেল পুরস্কার নিতে রাজি হলেন বব ডিলান

পুরস্কার গ্রহণ করতে অস্বীকার করা সাহিত্যে নোবেলজয়ী গীতিকবি বব ডিলান অবশেষে সুইডেন গিয়ে নোবেল পুরস্কার নিতে সম্মত হয়েছেন। নোবেল একাডেমি ঘোষণা করেছে, পুরস্কার নিতে আসছে সপ্তাহের শেষে বব ডিলান স্টকহোমে যাবেন। খবর বিবিসির।

মার্কিন গায়ক বব ডিলান গত বছর অক্টোবর মাসে নোবেল পুরস্কার বিজয়ী হন, কিন্তু পুরস্কার সংগ্রহ করতে তিনি যাননি।
এমনকি পুরস্কারের অর্থমূল্য যা ৯ লাখ ১০ হাজার ডলারের সমান, তা নেয়ার জন্য যে বক্তৃতাটি দিতে হয় সেটিও দেননি তিনি। অবশ্য নোবেল প্রত্যাখ্যানও করেননি ডিলান। তারপরও বিশ্বজুড়ে আলোচনা সৃষ্টি করে।

নোবেল একাডেমি বলছে, সুইডেনের রাজধানীতে যেখানে দুটি কনসার্ট করবেন ডিলান, সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করবেন একাডেমির সদস্যরা। বব ডিলান অবশ্য কোন বক্তৃতা দেবেন না। তবে আশা করা হচ্ছে তিনি একটি রেকর্ড করা নোবেল বক্তৃতা পাঠিয়ে দেবেন।

বিডি-প্রতিদিন/২৯ মার্চ, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর