২২ এপ্রিল, ২০১৭ ১৫:০৯

চোখের জলে লাকী আখন্দের শেষ বিদায়

অনলাইন ডেস্ক

চোখের জলে লাকী আখন্দের শেষ বিদায়

বাংলাদেশের সংগীত জগতের অন্যতম গীতিকার ও অনেক কালজয়ী গানের সুরস্রষ্টা লাকী আখন্দকে চোখের জলে শেষ বিদায় জানানো হয়েছে। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শনিবার দুপুরে সমাহিত করা হয়েছে কিংবদন্তি সংগীতশিল্পী লাকী আখন্দকে। এর আগে শনিবার সকাল ১০টার দিকে পুরান ঢাকার আরমানিটোলা মসজিদের সামনের মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। বাদ জোহর তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরপর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে হয় তৃতীয় জানাজা। বেলা পৌনে তিনটার দিকে শিল্পীর দাফন সম্পন্ন হয়।

টানা আড়াই মাস হাসপাতাল জীবন শেষে গত সপ্তাহে আরমানিটোলার নিজ বাসায় ফিরেছিলেন কিংবদন্তি সংগীতশিল্পী লাকী আখন্দ। গতকাল শুক্রবার দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত নিয়ে যাওয়া হয় মিটফোর্ড হাসপাতালে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক লাকী আখন্দকে মৃত ঘোষণা করেন।  


বিডি প্রতিদিন/২২ এপ্রিল, ২০১৭/ফারজানা-আব্দুল্লাহ সিফাত-২

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর