২৪ এপ্রিল, ২০১৭ ১১:১৪

ঝড়-বৃষ্টিতে ধনীদের প্রতি প্রিয়তির আহ্বান

অনলাইন ডেস্ক

ঝড়-বৃষ্টিতে ধনীদের প্রতি প্রিয়তির আহ্বান

ঝড়-বৃষ্টিতে শুধু রোমান্টিক হয়ে দু'চারটা কবিতা লিখে ফেলা বা নানান ধরণের খাবারের আয়োজনে ব্যস্ত না থেকে দরিদ্র ছন্নছাড়া মানুষগুলোর কথা একটু ভাবার জন্য ধনীদের প্রতি আহ্বান জানিয়েছেন মিস আর্থ ইন্টারন্যাশনাল মাকসুদা আক্তার প্রিয়তি। 

বাংলাদেশ সময় সোমবার সকালে এ নিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত এ মডেল তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। 

তিনি লিখেছেন, ''বৃষ্টি দেখে যারা অনেক রোম্যান্টিক হয়ে যান, অনেকের বাসায় যখন নানান ধরনের খাবারের প্রস্তুতি চলে , ঠিক তখন রাস্তায় ছন্নছাড়া মানুষগুলো ভাবে মাথাটা গুজবে কোথায় । মা ভাবে, বাচ্চাটাকে কীভাবে এতো ঠাণ্ডা ঝড়-বাতাসে ওম দিয়ে রাখবে।

আমাদের গরীব দেশে , হাজার হাজার মানুষের গাড়ি রাখার মজবুত ইটের শেলটার আছে কিন্তু একজন গরীব মানুষের মাথার উপর নাই। কারও হয়তো ঝামেলা এড়ানোর জন্য এতো বড় বুকের পাটাও হয়নি যে , গাড়ি রাখার গ্যারেজগুলোতে এই বৃষ্টির মধ্যে গরীব মানুষগুলোকে আশ্রয় দিতে ।

হবে কি কারও সাহস ??''

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর