২৬ এপ্রিল, ২০১৭ ০৯:৩৮

নিজের বায়োপিক নিয়ে ম্যাডোনার ক্ষোভ

অনলাইন ডেস্ক

নিজের বায়োপিক নিয়ে ম্যাডোনার ক্ষোভ

জনপ্রিয় মার্কিন পপসঙ্গীত শিল্পী ম্যাডোনা বিভিন্ন সময় দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন নিজের সংগ্রামের কথা। স্বীকার করে নিয়েছেন, নিউইয়র্কে নিজের আলাদা অবস্থান গড়ে তোলা মোটেও সহজ ছিল না। অকপটে এও জানিয়েছেন, একাধিকভাবে শ্লীলতাহানির শিকারও হতে হয়েছে তাকে। 

খ্যাতি পাওয়ার পূর্বে ম্যাডোনার সংগ্রাম নিয়েই এবার চলচ্চিত্র নির্মিত হচ্ছে হলিউডে। ছবির নাম দেয়া হয়েছে 'ব্লন্ড অ্যাম্বিশন'। ছবিটি প্রযোজনা করছে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ইউনিভার্সাল। হলিউড রিপোর্টারের উদ্ধৃতি দিয়ে প্রভাবশালী সংবাদমাধ্যম এপি জানিয়েছে, সোমবার প্রকাশিত ওই খবরে ক্ষুব্ধ হয়েছেন ম্যাডোনা। ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, চলচ্চিত্র নির্মাণের বিষয়ে তার অনুমতি নেয়া প্রয়োজন ছিল। কারণ তার গল্পগুলো একমাত্র তিনিই বলতে পারবেন। 

ইনস্টাগ্রামে গতকাল মঙ্গলবার ম্যাডোনা লিখেন, আমার সংগ্রাম কেউ দেখেনি, জানেও না। শুধু আমিই আমার সংগ্রামের কথা বলতে পারবো। যারা এটা করার চেষ্টা করছে তারা প্রতারক এবং বোকার স্বর্গের বাস করছে। পরিশ্রম ছাড়াই সাফল্য অর্জনের লোভেই তারা এমনটি করছে। এটা এখন সামাজিক অসুস্থতায় পরিণত হয়েছে।

 

বিডি প্রতিদিন/২৬ এপ্রিল, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর