২৮ এপ্রিল, ২০১৭ ০১:৫৬

মাত্রাতিরিক্ত আবেদনময়ী হওয়ায় অভিনেত্রী নিষিদ্ধ

অনলাইন ডেস্ক

মাত্রাতিরিক্ত আবেদনময়ী হওয়ায় অভিনেত্রী নিষিদ্ধ

ফাইল ছবি

সুন্দরী হওয়াও অপরাধে নিষিদ্ধ হতে হলো অভিনেত্রীকে।‌ অন্তত তেমনটাই বলা যায় কাম্বোডিয়ার অভিনেত্রী ডেনি কোয়ান–এর সম্পর্কে। মাত্রাতিরিক্ত যৌন আবেদনময়ী হওয়ায় ডেনিকে এক বছরের জন্য নিষিদ্ধ করল কাম্বোডিয়া সংস্কৃতি মন্ত্রালয়। 

২৪ বছর বয়সী ডেনি কাম্বোডিয়ার একজন জনপ্রিয় অভিনেত্রী। বেশ কয়েকটি সুপারহিট ফিল্মে অভিনয়ও করেছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও দারুণ জনপ্রিয় তিনি। ফেসবুকে তাকে ‘‌ফলো’‌ করেন তিন লক্ষের বেশি মানুষ। প্রতিদিন ফেসবুকে উষ্ণ সাজপোশাকে ছবি পোস্ট করেন তিনি। এবং তার জেরেই নড়েচড়ে বসেছে কাম্বোডিয়ার সংস্কৃতিমন্ত্রালয়। 

ডেনিকে জানানো হয়, আগামী ১২ মাস কোনও শ্যুটিংয়ে যোগদান করতে পারবেন না তিনি। এরই পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ ডেনি বলেছেন, ‘‌এটা সরাসরি স্বাধীনতার ওপরে হস্তক্ষেপ। আমার চেয়েও যৌন উত্তেজক দৃশ্যে অভিনয় করেন আরও কিছু অভিনেত্রী। তাদের তো শাস্তি দেওয়া হচ্ছে না। আমাকে ছোট করতে, আমার ক্যারিয়ারে ছেদ টানতেই আমার বিরোধীরা উঠে পড়ে লেগেছে। এই শাস্তি উদ্দেশ্যপ্রণোদিত এবং অভিসন্ধিমূলক।’‌ 

অবশ্য মন্ত্রালয়ের দাবি, ‘দেশে সুস্থ পরিবেশ বজায় রাখতে এই পদক্ষেপ করা হয়েছে। পিতা যেমনভাবে সন্তানের মঙ্গলের জন্য মাঝে মাঝে রাশ টেনে ধরেন, আমরাও সেভাবেই ডেনিকে বোঝানোর চেষ্টা করছি।’‌ 

সেটা মানতে নারাজ ডেনি। তিনি বলছেন, ‘‌আমি কেমন পোশাক পরব, সেটা সম্পূর্ণভাবে আমার সিদ্ধান্ত। আমি কখনও অশ্লীল পোশাক পরি না। আর শ্লীলতা বা অশ্লীলতার পরীক্ষা কেন একজন মহিলাকেই সব সময় দিতে হবে?‌’‌ 

ডেনির বক্তব্যের সঙ্গে সহমত সেই দেশের নারীবাদী সংস্থাগুলি। কাম্বোডিয়ার নারীবাদী আন্দোলনের নেত্রী রোজ সোফিয়াপ বলেছেন, ‘‌সরকার মৌলবাদীদের মতো আচরণ করছে। লিঙ্গবৈষম্যকে উৎসাহ দেওয়া হচ্ছে।’‌‌‌

 

বিডি-প্রতিদিন/ ২৮ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৭

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর