শিরোনাম
৩০ এপ্রিল, ২০১৭ ১৬:১০

লেখালেখি বন্ধ, তবে আত্মজীবনী লেখার চেষ্টা করছি : কাসেম বিন আবুবাকার

অনলাইন প্রতিবেদক

লেখালেখি বন্ধ, তবে আত্মজীবনী লেখার চেষ্টা করছি : কাসেম বিন আবুবাকার

গত দুই বছর আগে সর্বশেষ একটা বই বের করেছি। এরপর অসুস্থতার কারণে আর লেখালেখি করা হয়ে উঠেনি। নতুন কোনো বইয়ের জন্য এখনও লেখালেখি বন্ধ রয়েছে, তবে একটা আত্মজীবনী লেখার চেষ্টা চলছে।

রবিবার বিকাল ৪টায় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে লাইভ অনুষ্ঠান 'কাসেম বিন আবুবাকার এক্সক্লুসিভ' শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন দেশের বর্ষীয়ান ও জনপ্রিয় লেখক কাসেম বিন আবুবাকার।

নঈম নিজামের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে নিজের লেখা উপন্যাসসহ ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরবেন কাসেম বিন আবুবাকার।  

‘মোল্লার বই চলে না’ এই অজুহাতে প্রথম বই প্রকাশ হতেই কেটে যায় আট বছর। পরবর্তীতে যখন তার প্রথম বই প্রকাশ পায় তখন থেকেই মেলে অভূতপূর্ব সাড়া। তিনি এমন এক শ্রেণির জন্য লেখা শুরু করেন, অন্য লেখকরা যার কোনো সন্ধানই পাননি। দেশজুড়ে ছড়িয়ে আছে তার অগণিত পাঠক। কিন্তু কখনই মূলধারার মিডিয়ায় শিরোনাম হননি। উল্টো সমালোচিত হয়েছেন সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে। এসব নিয়েই আজ বিকেলে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজটোয়েন্টিফোরে মুখোমুখি হয়েছেন তিনি।  
 

বিডি-প্রতিদিন/৩০ এপ্রিল, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর