৩০ এপ্রিল, ২০১৭ ১৬:৪৪

সেই রহিমাকে নিয়েই লেখা হয়েছিল 'বিলম্বিত বাসর'

অনলাইন প্রতিবেদক

সেই রহিমাকে নিয়েই লেখা হয়েছিল 'বিলম্বিত বাসর'

অনেকের মতো প্রেম এসেছিল কাসেম বিন আবুবাকারের জীবনেও। তবে পরিবার মেনে না নেওয়ায় শেষ পর্যন্ত চার হাত এক হয়নি। ঔপন্যাসিকের সেই স্বপ্নের নায়িকা ছিলেন রহিমা। পরে তাকে নিয়েই লেখেন উপন্যাস 'বিলম্বিত বাসর'।

রবিবার বিকাল ৪টায় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে লাইভ অনুষ্ঠান 'কাসেম বিন আবুবাকার এক্সক্লুসিভ'-এ এসব কথা বলেন দেশের বর্ষীয়ান ও জনপ্রিয় লেখক কাসেম বিন আবুবাকার।

নঈম নিজামের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে নিজের লেখা উপন্যাসসহ ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন কাসেম বিন আবুবাকার।

তিনি জানান, কখনও মাদ্রাসায় পড়াশুনা করেননি, তবে প্রচুর ইসলামি বই অধ্যয়ন করেছেন। আবার কোনো দলের সঙ্গে জড়িত না হলেও মসজিদের ইমামের কথায় এক বন্ধুর সঙ্গে একবার রাজধানীর কাকরাইলে তাবলীগ জামাতে গিয়েছিলেন তিনি।

আবুবাকার আরও বলেন, গত দুই বছর আগে সর্বশেষ একটা বই বের করেছি। এরপর অসুস্থতার কারণে আর লেখালেখি করা হয়ে উঠেনি। নতুন কোনো বইয়ের জন্য এখনও লেখালেখি বন্ধ রয়েছে, তবে একটা আত্মজীবনী লেখার চেষ্টা চলছে।

বিডি-প্রতিদিন/৩০ এপ্রিল, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর