Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭

ঢাকা, শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭
প্রকাশ : ১৯ মে, ২০১৭ ০৯:০৫ অনলাইন ভার্সন
আপডেট :
আজ আরটিভিতে নাটক ‘দ্যা ট্রেন’
স্টেশনে মামা-মামীকে হারিয়ে ফেললেন নিলয়
অনলাইন ডেস্ক
স্টেশনে মামা-মামীকে হারিয়ে ফেললেন নিলয়

নিলয়ের জন্ম মফস্বলে। পড়াশোনা করেছেন, সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ায়।

বিসিএস ক্যাডার হবার স্বপ্ন নিয়ে আসেন ঢাকায়। ওঠেন মামার বাসায়। ভর্তি হন একটি কোচিং সেন্টারে। মামা একদিন ফ্যামিলি নিয়ে ট্রেন ট্যুরে যাবার মনস্থ করলেন। নির্ধারিত দিনে ব্যাগ কাঁধে নিয়ে নিলয় হাজির কমলাপুর রেলওয়ে ষ্টেশনে। এর আগে কখনও তার ট্রেনে চড়া হয়নি। ট্রেন ছাড়ার এখনো অনেকটা সময় বাকি। এই সুযোগে স্টেশনটা ঘুরে দেখছে নিলয়। হঠাৎ ভিড়ের মাঝে সে মামা-মামীকে হারিয়ে ফেলে। এরপর...

আজ শুক্রবার রাত ৮টা ১০ মিনিটে আরটিভিতে জানা যাবে পরের ঘটনা। সময়ের আলোচিত জুটি শখ-নিলয় অভিনীত নাটক ‘দ্যা ট্রেন’ এর কাহিনী এভাবে এগিয়ে চলে।  

নাট্যকার মেহেদী হাসান সাইফের লেখা নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন সোহাগ ওয়াজিউল্লাহ ও অভি কামাল। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শখ, নিলয়, দিলু, শামীম ও অভি কামাল প্রমুখ। ‘দ্যা ট্রেন’ নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান মুড এন্ড মিডিয়া।

কুষ্টিয়ার ছেলে অভি কামাল সহ-পরিচালনার পাশাপাশি নাটকটিতে অভিনয় করছেন।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

up-arrow