Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
প্রকাশ : ১৯ মে, ২০১৭ ২১:১৯ অনলাইন ভার্সন
আপডেট : ১৯ মে, ২০১৭ ২১:৩৬
১৫০০ কোটির ক্লাবে ‘বাহুবলী ২’
অনলাইন ডেস্ক
১৫০০ কোটির ক্লাবে ‘বাহুবলী ২’
ফাইল ছবি

শেক্সপিয়ার-মহাভারতের মিশ্রন, গ্রাফিক্সের কারসাজি আর প্রভাস-আনুশকার অভিনয়, ‘বাহুবলী ২’ ছবিতে আছে সবকিছুই। আর সেই ককটেলই ভারতীয় সিনেমার ইতিহাসে তৈরি করছে একের পর এক রেকর্ড।

সম্প্রতি তা ছুঁয়ে ফেলল নতুন মাইলফলক। প্রথম কোনও ভারতীয় সিনেমা হিসেবে ১৫০০ কোটির ক্লাবে পা রাখল এস এস রাজামৌলির এই সিনেমা।

আসলে এ কৃতিত্ব ‘বাহুবলী ২’-এর হলেও, প্রথম পর্বটিকেও কিন্তু এর থেকে বাদ রাখা যাবে না। কেননা সেটির প্রভাব অনেকখানি রয়েছে দ্বিতীয়টির সাফল্যে। সে ছবিতে এমন একটি প্রশ্ন রাজামৌলি ছেড়ে রেখেছিলেন, যে প্রশ্নের উত্তর খুঁজতে হন্যে হয়েছিলেন দর্শকরা। কেন কাটাপ্পা বাহুবলীকে মারল- এর উত্তর নিয়ে কম জল্পনা হয়নি। ফলে তিলে তিলে যে উন্মাদনার জন্ম হয়েছে, যে আগ্রহ তৈরি  হয়েছে, তারই ফলশ্রুতি দ্বিতীয় পর্বের এই অভাবনীয় সাফল্য।

মুক্তি পাওয়ার পর থেকেই তাই অব্যাহত বাহুবলীর বিজয়রথ। প্রত্যাশামতোই হাজার কোটির ক্লাবে পা রেখেছিল বাহুবলী। মুক্তির তিন সপ্তাহ পেরতে না পেরতেই এবার ছুঁয়ে পেল  ১৫০০ কোটি টাকার গণ্ডিও। ছবির অন্যতম প্রযোজক করণ জোহরও এ কথা ঘোষণা করেছেন৷

 


বিডি প্রতিদিন/ ১৭ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৬

আপনার মন্তব্য

up-arrow