Bangladesh Pratidin

প্রকাশ : ২০ মে, ২০১৭ ০১:৪৮ অনলাইন ভার্সন
আপডেট : ২০ মে, ২০১৭ ১৪:৪৩
বড়পর্দায় একসঙ্গে অমিতাভ-ঋষি কাপুর
অনলাইন ডেস্ক
বড়পর্দায় একসঙ্গে অমিতাভ-ঋষি কাপুর

সকলকে চমকে দিয়ে এবার একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে অমিতাভ বচ্চন ও ঋষি কাপুরকে। '১০২ নট আউট'-এ দেখা যাবে ভারতীয় চলচ্চিত্রের দুই মহারথীকে।

সূত্রের খবর, এই ছবিতে দুজনকে বাবা-ছেলের চরিত্রের অভিনয় করতে দেখা যাবে। তাও আবার ১০২ বছরের বাবার চরিত্রে অভিনয় করবেন বিগ-বি ও ৭৫ বছর বয়সি ছেলের চরিত্রে থাকবেন ঋষি কাপুর!

২০১২ সালের OMG – Oh My God! সিনেমার পরিচালক উমেশ শুক্লার এই আসন্ন সিনেমায় এমন চমকপ্রদ উপহার এর আগে কেউ দেননি। এমনটাই বক্তব্য সিনেমা বিশ্লেষকদের। এর আগে পিকু ও তিন এমনকি পিঙ্ক ছবিতেও বয়স্কের চরিত্রে অভিনয় করেছেন বিগ-বি। তবে ১০২ বছরের এক বৃদ্ধের রোলে, এই প্রথম। অন্যদিকে, 'কাপুর অ্যান্ড সনস' সিনেমায় দাদুর চরিত্রে অভিনয় করে সকলের মন কেড়ে নিয়েছিলেন ঋষি কাপুর। 'কাপুর অ্যান্ড সনস' সিনেমার পর বলি-ইন্ড্রাস্ট্রিতে রণবীর-পিতা এখন দাদাজি নামেই পরিচিত!

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

up-arrow