২৩ মে, ২০১৭ ১০:২১

আজ সন্ধ্যায় ‘জাদুর প্রদীপ’

অনলাইন ডেস্ক

আজ সন্ধ্যায় ‘জাদুর প্রদীপ’

স্বপ্নদলের দর্শকনন্দিত ও আলোচিত মাইমোড্রামা ‘জাদুর প্রদীপ’ আজ সন্ধ্যা সাতটায় বাংলদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হতে যাচ্ছে। মূকাভিনয় আঙ্গিকে নির্মিত পূর্ণাঙ্গ এই নাট্যপ্রযোজনাটির মঞ্চায়নে সহযোগিতা করছে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান। ‘আরব্য রজনী’র অমর কাহিনি ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ অবলম্বনে নির্মিত এ মাইমোড্রামার কাহিনি-পুনর্বিন্যাসসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

এ ব্যাপারে দলটির সূত্র জানায়, আলাদিনের আশ্চর্য প্রদীপ’র প্রদীপ-আলাদিন-জাদুকর-রাজকন্যা-দৈত্যনির্ভর কাহিনিটি সারা বিশ্বে সুপরিচিত হলেও মাইমোড্রামা হিসেবে উপস্থাপনের জন্য ‘জাদুর প্রদীপ’ শিরোনামে এটিকে নতুনভাবে বিন্যাস করা হয়েছে। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ এবং কল্যাণকর শক্তির বিজয়ই এই মাইমোড্রামার মূল সুর।

‘জাদুর প্রদীপ’ মাইমোড্রামায় অভিনয় করছেন-জুয়েনা, শিশির, অনিন্দ্য, সোনালী, সামাদ, শ্যামল, মোস্তাফিজ, শাওন, আঁচল, তানভীর, জেবু, ঊষা, অন্তর, নাবলু, সম্রাট, জাহিদ, বিপুল প্রমুখ।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর