২৪ মে, ২০১৭ ০৩:৩৮

বিতর্কিত মন্তব্যের কারণে অভিজিতের ট্যুইটার অ্যাকাউন্ট বন্ধ

অনলাইন ডেস্ক

বিতর্কিত মন্তব্যের কারণে অভিজিতের ট্যুইটার অ্যাকাউন্ট বন্ধ

ফাইল ছবি

বিতর্ক আর গায়ক অভিজিৎ ভট্টাচার্য একে অন্যের পরিপূরক একথা বলাই যায়। বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরনামে আসা তার প্রায় নিত্যদিনের কাজ। তবে এবার সেই মন্তব্যই কাল হল অভিজিৎ ভট্টাচার্যের। তার ট্যুইটার অ্যাকাউন্টটি বন্ধ করে দিল কর্তৃপক্ষ৷

জানা গেছে, দীর্ঘদিন ধরে ট্যুইটারে বিতর্কিত মন্তব্য করে আসছেন অভিজিৎ। এবার লেখিকা অরুন্ধুতি রায় সম্পর্কে অত্যন্ত বিতর্কিত একটি মন্তব্য করেছিলেন তিনি। লেখিকার করা সাম্প্রতিক একটি মন্তব্যের প্রতিক্রিয়া স্বরূপ তাকে গুলি করে হত্যা করা উচিত বলে ট্যুইটারে ট্যুইট করেন এই গায়ক। তারপরেই তার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়তে থাকে ট্যুইটার কর্তৃপক্ষের কাছে। সেই অভিযোগের ভিত্তিতেই অভিজিৎ-য়ের ট্যুইটার অ্যাকাউন্টটি বন্ধ করে দেয় ট্যুইটর কর্তৃপক্ষ।

যদিও এই বিষয়ে কোনও চিন্তা নেই গায়কের৷ এক সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘‘আমি দেখেছি৷ পরেশ রাওয়ালের ট্যুইটারও বন্ধ করার চেষ্টা করেছিল তারা৷ এর পিছনে রয়েছে অরুন্ধুতি রায় ও জেএনইউ-য়ের মতো গোষ্ঠিরা৷ কারণ আমি ও পরেশ রাওয়াল ভারত বিরোধী মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছি৷’’

 


বিডি প্রতিদিন/২৪ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৮

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর