২৪ মে, ২০১৭ ০৮:৪৪

সুবীর নন্দীর 'মোরা ছিনু একেলা'

অনলাইন ডেস্ক

সুবীর নন্দীর 'মোরা ছিনু একেলা'

প্রথমবারের মতো নজরুলের গান নিয়ে দ্বৈত অ্যালবাম করেছেন  সুবীর নন্দী। আজ বুধবার রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় 'মোরা ছিনু একেলা' শিরোনামে এ অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হবে। অ্যালবামটিতে সুবীর নন্দীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন ছন্দা চক্রবর্তী। 

সুবীর নন্দী বলেন, ১৯৬৭ সালে বাংলাদেশ বেতারে শিল্পী হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর নজরুলসংগীত ও আধুনিক গান গাইতাম। এরপর ৭০ দশকে নজরুলের গানের স্বরলিপিকেন্দ্রিক নানা কথা শুরু হয়। তখন থেকে আর সেভাবে নজরুলের গান গাইনি। এবার নজরুলের অ্যালবাম করলাম। সেই পুরনো ভালোবাসা ও ঋণ শোধ করার প্রয়াসই এ অ্যালবাম।

'মোরা ছিনু একেলা' অ্যালবামে ১০টি গান থাকছে। সুধীন দাসের স্বরলিপিতে এর সংগীত করেছেন বদরুল আলম বকুল। 

 

বিডি প্রতিদিন/২৪ মে, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর