২৫ মে, ২০১৭ ০৯:১৩

নজরুল জয়ন্তীতে বিশেষ নাটক 'ধূমকেতু'

অনলাইন ডেস্ক

নজরুল জয়ন্তীতে বিশেষ নাটক 'ধূমকেতু'

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে কবির গান ও জীবনের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে বিশেষ নাটক 'ধূমকেতু'। 

সারওয়ার রেজা জিমির চিত্রনাট্য ও সংলাপে নাটকটি নির্মাণ করেছেন তুহিন হোসেন। সহকারি পরিচালক হিসেবে আছেন এইচ আর হাবিব ও আহমেদ শ্রাবণ। সঙ্গীতে রয়েছে ব্রান্ড আক্ষরিক। 

সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে এই নাটকটির শুটিং সম্পন্ন হয়। কাজী নজরুলের  দ্রোহ-প্রেম অবলম্বনে এই নাটকটি নির্মিত হয়েছে। নাটকে অভিনয় করেছেন দিলারা জামান,আফরান নিশো,তানভিন সুইটি,এ কে আজাদ সেতু,নিশা অনেকে। 

পরিচালক তুহিন হোসেন এই নাটক প্রসঙ্গে বলেন,' নজরুল নিয়ে ভাল কিছু করার ইচ্ছে অনেক দিন থেকেই। তাই তাকে নিয়ে এই নাটকটি নির্মাণ করেছি। নিশো, সুইটি আপাসহ সবাই অনেক কষ্ট করেছে নাটকটি সুন্দর করার জন্য। আশা করি নজরুল নিয়ে এই কাজ সবার ভাল লাগবে। ' 

আজ এনটিভিতে নজরুল জয়ন্তী উপলক্ষে রাত ৯টা ১০মিনিটে এই নাটকটি প্রচারিত হবে।

বিডি প্রতিদিন/২৫মে ২০১৭/ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর