২৬ মে, ২০১৭ ১৫:২৯

কান উৎসবে টানা পাঁচ মিনিট দাঁড়িয়ে করতালি!

অনলাইন ডেস্ক

কান উৎসবে টানা পাঁচ মিনিট দাঁড়িয়ে করতালি!

উৎসবে আগত ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়াচ্ছেন ডেভিড লিঞ্চ (বাঁ থেকে দ্বিতীয়)

কান চলচ্চিত্র উৎসবে ১৫ বছর ধরে জুরি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন মার্কিন নির্মাতা ডেভিড লিঞ্চ। ২৭ বছর আগে সেরা ছবির ক্যাটাগরিতে কানে 'ওয়াইল্ড অ্যাট হার্ট' ছবির জন্য পুরস্কার জিতে। ৭১ বছর বয়সী ডেভিড লিঞ্চ আবারও ফিরেছেন কান উৎসবে। 

গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে গত বুধবার রাতে তার বিখ্যাত সিরিজ 'টুইন পিক্স' এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। দুই ঘণ্টার প্রিমিয়ার শেষ হওয়ার পর টানা পাঁচ মিনিট দাঁড়িয়ে হাত তালি দেন উপস্থিত দর্শকরা। 

৭০তম কান চলচ্চিত্র উৎসবে এমন সৌভাগ্য জুটেছিল খুব কম ছবির ক্ষেত্রেই। এর আগে সোফিয়া কোপোলার 'দ্য বিগাইল্ড' ও নেটফ্লিক্সে মুক্তি পাওয়া 'ওকজা'র ক্ষেত্রে এমন প্রশংসা জুটেছিল। 

এদিন কানের লালগালিচায় পা দেয়ার সঙ্গে সঙ্গেই শোরগোল পড়ে যায় চারপাশে। এ যুগের সবচাইতে প্রভাবশালী নির্মাতা বলে কথা। যেন নক্ষত্র নেমে এসেছে মাটিতে। চারদিকে মূহুর্মূহু করতালির শব্দ। লিঞ্চ এসেছিলেন স্ত্রী ও 'টুইন পিক্স' খ্যাত তারকা এমিলি স্টোফলকে সঙ্গে নিয়ে। ছিলেন তারকা কাইল ম্যাকলাচলানও।

এর আগেও কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল 'টুইন পিক্স'। সেটা ১৯৯২ সালে। ড্রামা সিরিজটির প্রিক্যুয়েল হিসেবে 'টুইন পিক্স : ফায়ার ওয়াক উইথ মি' নামের ফিচার ছবি নির্মাণ করেন ডেভিড লিঞ্চ। সেটিই দেখানো হয়েছিল তখন। এবার দেখানো হলো ড্রামা সিরিজের দুই ঘণ্টা ব্যাপী প্রিমিয়ার। 'টুইন পিক্স' এর এটি তৃতীয় মৌসুম। ১৮ পর্বের এ ধারাবাহিকটির প্রথম পর্ব শোটাইমে প্রচারিত হয় গত ২১ মে। শেষ হবে চলতি বছরের ৩ সেপ্টেম্বর।

 

(ডেডলাইন অবলম্বনে ফারজানা)

 

বিডি প্রতিদিন/২৬ মে, ২০১৭

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর